নির্বাচন কমিশন সচিবালয় এবং কমিশন সচিবালয়ের আওতাধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট, চলমান বিভিন্ন প্রকল্প সমুহ এবং মাঠ পর্যায়ের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, সিনিয়র জেলা/ জেলা নির্বাচন অফিসারের কার্যালয় ও উপজেলা/ থানা নির্বাচন অফিসারের কার্যালয় সমূহের অভ্যন্তরীণ যোগাযোগের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের নিজস্ব ইন্টার্নাল সংযোগ রয়েছে, যার প্রেক্ষিতে নিরবিচ্ছিন্ন ভাবে নির্বাচন কমিশন সচিবালয় ও আওতাধীন দপ্তর/ অফিসসমূহের মধ্যে দ দাপ্তরিক সকল প্রকার কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে।