ইতিমধ্যে কুড়িগ্রাম জেলার ৭৩ টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। চিলমারী উপজেলা ০৬টি, ভুরুঙ্গামারী উপজেলার তিনটি এবং নাগেশ্বরী উপজেলার ০১টি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ ইভিএম এর মাধ্যমে গ্রহণ সম্পন্ন করা হয়েছে। এছাড়া কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী ও উলিপুর পৌরসভার সাধারণ নির্বাচন হয়েছে। কুড়িগ্রাম সাধারণ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ ইভিএমের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। বর্তমানে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। ইতিমধ্যে কুড়িগ্রাম সদর, রোমারী, নাগেশ্বরী এবং চর রাজিবপুর উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বর্তমানে ভুরুঙ্গামারী, চিলমারী, উলিপুর ও রাজারহাট উপজেলার হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া জাতীয় পরিচয় পত্র সংক্রান্ত যাবতীয় কার্যক্রম প্রতিনিয়ত সম্পূর্ণ করা হয়ে থাকে।