প্রশিক্ষণ সংক্রান্ত পরামর্শ
নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা এবং কর্মচারীগণ যথেষ্ট দক্ষতার সহিত প্রতিনিয়ত বিশাল কর্মযজ্ঞ করে থাকেন। যেমন, ভোটার হওয়ার যোগ্য ব্যক্তিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা, নাগরিকদের জাতীয় পরিচয় পত্র সংক্রান্ত সেবা প্রদান, জাতীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নির্বাচন অনুষ্ঠান। এই বিশাল কর্মযজ্ঞ সুস্থভাবে সম্প্রদানের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট কর্তৃক প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয় এবং নির্বাচন কমিশনের প্রশিক্ষিত জনবল দ্বারা মাঠ পর্যায়ে বিভিন্ন কার্যক্রমে নিয়োগকৃত জনবলকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে।