>> NID সংশোধন একটি পর্যায়ক্রমিক (Step by step) প্রক্রিয়া। প্রতিটি পর্যায়ে (Step) আবেদনকারীকে SMS দেয়া হয়। সংশোধনের ধরণ এবং ডকুমেন্টের (দলিলাদি / কাগজপত্র) প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে দায়িত্বপ্রাপ্ত অফিসার ক্রমানুসারে আবেদন নিষ্পত্তি করেন।
>> নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত অফিসার ব্যাতিত অন্য কোন কর্মচারী/কম্পিউটার দোকানদারের পক্ষে সংশোধনসহ কোন ধরণের NID'র আবেদন নিষ্পত্তি করা সম্ভব নয়।
>> ১১৫/২৩০/৩৪৫ টাকা (আবেদনের ধরণের উপর নির্ভর করে) সরকারি খরচ (bkash/Rocket) দিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট (দলিলাদি ) / কাগজপত্রসহ অনলাইনে (Services.nidw.gov.bd) আবেদন করুন। আবেদন করা মানেই সংশোধন হয়ে যাওয়া নয়, সংশোধনের চূড়ান্ত অনুমোদন দেবে বাংলাদেশ নির্বাচন কমিশন।
বিঃদ্রঃ নির্বাচন অফিসে কোন আর্থিক লেনদেন হয় না। সকল প্রকার ফি ব্যাংকে/ মোবাইল ব্যাংকিংয়ের (bkash/Rocket) মাধ্যমে জমা দিন।
"বিস্তারিত তথ্য জানতে কল করুন-
১০৫ হেল্পলাইন"
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS